ঢাকা: কেউ যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি করতে না পারে, সেজন্য রাজধানী জুড়ে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ-র্যাবসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থায়।
শনিবার (২১ নভেম্বর) ভোর থেকে সকাল পৌনে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে সরেজমিনে গিয়ে এমন পরিস্থিতি লক্ষ্য করা যায়।
এ সময় রাজধানীর বিভিন্ন চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে। সেই সঙ্গে বিভিন্ন চেক পোস্টে সন্দেহভাজন পথচারীদের ব্যাগ, গাড়ি ও দেহ তল্লাশি অব্যাহত রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বাংলানিউজকে জানান, দেশের বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে দৃশ্যমান আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি চেকপোস্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে। কেউ যাতে বর্তমান ইস্যুকে কাজে লাগাতে না পারে, সেজন্য প্রতিটি ব্যাটেলিয়নকে আলদা-আলাদা নির্দেশনা দেওয়া হয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) আবু ইউসুফ বলেন, হাতিরঝিল ও গুলশান নিকেতন এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি আরও বেশ কিছু স্থানে সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএ/টিআই
** কেন্দ্রীয় কারাগার এলাকায় চলছে তল্লাশি