ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কেন্দ্রীয় কারাগার এলাকায় চলছে তল্লাশি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ২১, ২০১৫
কেন্দ্রীয় কারাগার এলাকায় চলছে তল্লাশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সরেজমিনে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে এমন চিত্রই লক্ষ্য করা যায়।



এ দিন সকাল থেকেই রাজধানীর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের নাজিম উদ্দিন রোড ও এর আশপাশ এলাকায় র‍্যাবের তল্লাশি অভিযান ছিলো চোখে পড়ার মতো।

এই বিষয়ে র‌্যাব-১০’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল কাদের বাংলানিউজকে বলেন, যাদের সন্দেহ হচ্ছে, তাদেরই আমরা তল্লাশি করছি।

কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।