গাজীপুর: দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাশিমপুর কারাগার-১ থেকে তাকে ঢামেকে আনা হয়।
ঢামেক বহির্বিভাগের আবাসিক সার্জেন্ট রাজ দত্ত বাংলানিউজকে জানান, তার (বাবর) শ্বাসকষ্ট ও জ্বর্ রয়েছে।
এছাড়াও মেরুদণ্ডে ব্যথা, পেটের পীড়া, মানসিক চাপসহ বিভিন্ন রোগে ভুগছেন বলে জানা গেছে।
এর আগে সাকল ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় কারারক্ষী সফিউল ও গাজীপুর থানার পুলিমী প্রহরায় একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
কাশিমপুর কারাগারের পার্ট-১ এর জেল সুপার সুব্রত বালা জানিয়েছিলেন, কারাগারে হঠাৎ অসুস্থতা বোধ করায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এর আগে ১৬ নভেম্বর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের। আদালতের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএইচ