ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কারাগার এলাকায় ভারী যান চলাচলে কড়াকড়ি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
কারাগার এলাকায় ভারী যান চলাচলে কড়াকড়ি ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাশকতা ঠেকাতে কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে সব ধরনের ভারী যান চলাচল বন্ধ করে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২১ নভেম্বর) সকালে সরজমিনে দেখা যায়, পুরান ঢাকার চানখারপুল মোড় থেকে কারাগারের প্রবেশ পথ পর্যন্ত সব ধরনের ভারী যান চলাচলে কড়াকড়ি জারি করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে তিন চাকার যানবাহন চলাচল স্বাভাবিক। সন্দেহ হলেই তল্লাশির মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের।

এ বিষয়ে ডিএমপি’র লালবাগ বিভাগের ডিসি মফিজ উদ্দিন বাংলানিউজকে বলেন, ভারী যানবাহনে কড়াকড়ি থাকলেও তিন চাকা বা দুই চাকার যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। নাশকতা ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এছাড়াও রাজধানী জুড়ে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় কারাগার এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এজেডএস/আরএইচএস/এসএস

** রাজধানীর নিরাপত্তা আরও বেড়েছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।