ঢাকা: রাষ্ট্রপতি কাছে প্রাণভিক্ষা নিয়ে একই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং সালাউদ্দিন খাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী দুই রকম বক্তব্য দিয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেন্দ্রীয় কারাগারে পরিবারের সদস্যরা দেখা করতে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী জানিয়েছেন তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেন, ‘বিষয়টি আসলে তা নয়। কেন্দ্রীয় কারাগারে দেখা করতে গেলে সালাউদ্দিন কাদের চৌধুরী আমাদের জানিয়েছেন, তার সঙ্গে আইনজীবীরা দেখা করতে গেলে, তাদের সঙ্গে কথা বলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
ফারহাত কাদের চৌধুরী বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী বিশ্বাস করেন রাষ্ট্রপতি ও তিনি দীর্ঘকাল সংসদে এক সঙ্গে কাজ করেছেন। সেই সুবাদে মিস কেসের আরেকটি সুযোগ তিনি দেবেন।
বিস্তারিত আসছে...
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এজেড/আরআই/এমএমকে