ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিজ উদ্যোগে কাজ করার আহ্বান মেয়র খোকনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
নিজ উদ্যোগে কাজ করার আহ্বান মেয়র খোকনের দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন

ঢাকা: সব বিষয়ে কর্তৃপক্ষের জন্য অপেক্ষা না করে, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ছোট খাটো কাজ নিজ উদ্যোগে করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা ক্লাবের উদ্যোগে ‘ঢাকা শহরকে রাখিব পরিষ্কার, করবো আজ অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে নগরী পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।



সাঈদ খোকন বলেন, এ শহর আমার আপনার সবার। আমি চাই প্রত্যেক নাগরিক নিজেকে একেকজন মেয়র ভাববেন, নিজ দায়িত্বে শহরের পরিষ্কার পরিচ্ছন্নতাসহ অন্যান্য ছোট-খাটো কাজগুলো সম্পন্ন করেন।
 
নগরবাসী নিজেরা কাজ শুরু করলে ঢাকা একদিন সিঙ্গাপুরের মতো আধুনিক নগরে পরিণত হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ, সদস্য আলী কবির চাঁনসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতার এ কার্যক্রম শাহবাগে পাবলিক লাইব্রেবির সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এফবি/এইচআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।