ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুজাহিদ-সাকার ফাঁসি

দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, নভেম্বর ২১, ২০১৫
দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরে সাত জল্লাদকে দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে দ্বিতীয় দিনের মতো তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি বিশেষ সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।



এর আগে শুক্রবার (২০ নভেম্বর) তাদের ফাঁসি কার্যকরের প্রশিক্ষণ দেওয়া হয়।

কারা সূত্র আরও জানায়, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে মোট সাতজন জল্লাদ অংশ নেবেন। ওই সাতজন হলেন জল্লাদ আবুল, হজরত, মাসুদ, ইকবাল, রাজু, শাহজাহান ও মুক্তার। তাদের মধ্যে ২০১৩ সালের ১২ ডিসেম্বর প্রথম যুদ্ধাপরাধী হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরে জল্লাদের ভূমিকা পালন করেন শাজাহান। আর ২০১৫ সালের ১১ এপ্রিল অপর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে সময় রাজু ছিলেন জল্লাদের ভূমিকায়।

সাতজন জল্লাদ ফাঁসি কার্যকর থেকে শুরু করে তার আগে মঞ্চে নিয়ে যাওয়া, মরদেহ ওঠানোর মতো সব কাজ করবেন বলেও জানায় কারা সূত্রটি।

কারা সূত্র থেকে আরও জানা গেছে, ফাঁসি কার্যকরে অংশগ্রহণকারী জল্লাদরা দণ্ডপ্রাপ্ত কয়েদি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এজেডএস/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।