ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে স্টেডিয়ামের পাশে দোকান নির্মাণ বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রাজশাহীতে স্টেডিয়ামের পাশে দোকান নির্মাণ বন্ধের দাবি

রাজশাহী: রাজশাহী মহানগরীর সপুরায় অবস্থিত মুক্তিযোদ্ধা স্টেডিয়ামের পাশে অবৈধ দোকান নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

শনিবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়।  

মানববন্ধন কর্মসূচি চলাকালে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা বলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা স্টেডিয়াম মাকের্ট সমিতির সভাপতির যোগসাজসে স্টেডিয়াম মার্কেটের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে। এজন্য গাছও কেটে ফেলা হচ্ছে।
 
বক্তারা আরও বলেন, স্টেডিয়ামের পাশে দোকান নির্মাণ করা হলে গাড়ি পার্কিংয়ের জন্য আর জায়গা থাকবে না। এতে রাজশাহী-নওগাঁ মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটবে এবং স্টেডিয়ামের পরিবেশও নষ্ট হবে।

এর আগেও সেখানে দোকান নির্মাণের প্রস্তুতি নিয়েছিল জেলা ক্রীড়া সংস্থা। কিন্তু ব্যবসায়ীদের বাধার মুখে তা বন্ধ হয়। কিছুদিনের ব্যবধানে আবারও সেখানে দোকান নির্মাণ শুরু হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।
 
সমাবেশে স্থানীয় ব্যবসায়ী এরফান আলী শাহীন, কালীপদ সাহা, আবদুস সাত্তার, মোহাম্মদ মুসা, মামুন বিন ফয়েজ, নয়ন ইসলাম ও তপন চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এছাড়া শতাধিক দোকান মালিক-কর্মচারী মানববন্ধনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।