ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রাজধানীর উত্তরা ১১নং সেক্টরের ১০ নম্বর রোডের ‘মিশন তামান্না’র বাড়ির সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার পর গোয়েন্দা পুলিশের (ডিবি) কয়েকজন সদস্য বাড়ির সামনে অবস্থান নেন।
এ বিষয়ে উত্তরা ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) আনন্দ কুমার বাংলানিউজকে বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও নিরাপত্তাজনিত কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ফাঁসির রায় কার্যকরের পর এই প্রথম বাড়িটির সামনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেলো।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
একে/আরএইচএস/এসএস