ঢাকা: এমপিওভুক্তির দাবিতে ২৭তম দিনের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে জাতীয় প্রেসক্লাবের সামনে ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি ও মাদ্রাসার স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শনিবারের (২১ নভেম্বর) এ কর্মসূচিতে অংশ নিয়েছেন শতাধিক শিক্ষক-কর্মচারী।
এতে অংশ নেওয়া কুষ্টিয়ার মিরপুরের নবাব সিরাজ উদ দৌলা কলেজের সহকারী শিক্ষক আশরাফুল হক লাবলু বাংলানিউজকে জানান, দাবির পক্ষে রোববার (২২ নভেম্বর) প্রেসক্লাবের সামনে সমাবেশে অংশ নেবেন সারাদেশের শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষক-কর্মচারীদের দুর্দশা তুলে ধরে সরকারকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অনুরোধ জানান লাবলুসহ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক নেতারা।
সমাবশে কয়েকজন সংসদ সদস্যও অংশ নেবেন জানিয়ে শিক্ষকরা বলেন, আশা করি প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি মেনে নেবেন।
সারাদেশে ৮ হাজার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সোয়া লাখ শিক্ষক-কর্মচারী রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এএসএস/এইচএ/