ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্মযাজক-পালকদের হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, নভেম্বর ২১, ২০১৫
ধর্মযাজক-পালকদের হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খ্রিস্টান ধর্মযাজক ও পালকদের হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রিস্টান ধর্মালম্বীরা। মানবন্ধন থেকে প্যারিসে হত্যাকাণ্ডেরও প্রতিবাদ জানানো হয়।



শনিবার (২১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন।
 
মানববন্ধনে বাংলাদেশ হিস্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাস গুপ্ত, ক্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ বক্তব্য রাখেন।
 
গত ১৮ নভেম্বর দিনাজপুরে ইতারীয় ধর্মযাজক ফাদার পিয়েরো পারোলারিকে গুলি করে হত্যা চেষ্টা করা হয়। এর আগে ৫ অক্টোবর ঈশ্বরদীতে আরেক পালক পাস্টর লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা।
 
এছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন যাজক ও পালককে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।
 
এ সকল কর্মকাণ্ডে ক্রিস্টান ধর্মালম্বীদের মধ্যে আতঙ্ক-উদ্বেগ বিরাজ করছে জানিয়ে তারা জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক মাস্তি দাবি করেন।
 
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমআইএইচ/এএসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।