ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফের কারাফটকে ধরনা সাকার আইনজীবীর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, নভেম্বর ২১, ২০১৫
ফের কারাফটকে ধরনা সাকার আইনজীবীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) সঙ্গে সাক্ষাৎ করার আবেদন নিয়ে আবারও ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসেছেন তার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি কারাফটকে পৌঁছান।

আল ফেসানী সাংবাদিকদের জানান, পরিবারের সদস্য এবং আইনজীবীরা সাকার সঙ্গে দেখা করতে চান। সাক্ষাতের আবেদন নিয়েই তিনি কারাফটকে এসেছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়নি।

সাকার আইনজীবী বলেন, আমরা তার সঙ্গে (সাকা চৌধুরী) দেখা করার জন্য কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় আছি।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সাকার সাক্ষাৎ পেতে তিন দফায় চেষ্টা করেন আল ফেসানী ও আরেক আইনজীবী অ্যাডভোকেট জাকারিয়া ইসলাম। বিকেলে তারা ফিরে গিয়ে রাতে সাকা চৌধুরীর দুই ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফাইয়াজ কাদের চৌধুরীকে নিয়ে আবারও আসেন সাক্ষাতের আশায়। কিন্তু এবারও মিনিট দশেক কারাফটকে অবস্থানের পর ফিরে যেতে হয় তাদের।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসজেএ/আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।