ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে চড় দিলেন অভিভাবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৯, নভেম্বর ২১, ২০১৫
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে চড় দিলেন অভিভাবক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষে ঢুকে এক শিক্ষিকাকে চড়-থাপ্পর ও মারধর করেছেন আবদুল গণি নামে এক অভিভাবক।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে কাদিরপন্ডিতেরহাট মর্ডান কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।



আহত শিক্ষিকাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, কিন্ডারগার্টেনের ওই শিক্ষিকা কয়েকদিন আগে স্থানীয় চরজগবন্ধু গ্রামের আবদুল গণির মেয়েকে ক্লাসে মারধর করেন। এ ঘটনার জের ধরে অভিভাবক আবদুল গণি সকালে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষিকাকে চড়া-থাপ্পর মারেন। এ সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।

এতে ওই শিক্ষিকা আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল কাসেম বাংলানিউজকে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।