লক্ষ্মীপুর: দেশকে ভালোবেসে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টায় লক্ষ্মীপুর ডায়াবেটিকস্ হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।
তিনি বলেন, দুদক কার্যালয়ের নাম শুনলে মানুষ ভীত হন, সেখানে শখ করে কেউ যান না, বিশেষ করে রাজনৈতিক নেতাদের জন্য এটি মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেখানে গণমাধ্যম কর্মীরা ওঁৎ পেতে থাকেন সব সময়। আর রাজনৈতিক নেতারা ব্যক্তিগত কাজে গেলেও পরদিন পত্রিকার শিরোনাম হন অমুক নেতাকে দুদকে তলব করেছে।
এই কারণে দুদক কার্যালয় একটি স্পর্শকাতর বিষয় বলে মন্তব্য করেন দুদুক চেয়ারম্যান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
পিসি/