ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বঙ্গবন্ধুর মাজারে ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতাদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, নভেম্বর ২১, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ নেতাদের শ্রদ্ধা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আইডিইবি কেন্দ্রীয় কমিটির নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতারা।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে পরিষদের সভাপতি মো. শফিউল্লা ও সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়ার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।



পরে পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় নেতারা ছাড়াও বিভিন্ন জেলা কমিটির নেতা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
পরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে জেনিক আইডিবির গোপালগঞ্জ শাখার সিনিয়র সহ সভাপতি মোহা. নাহিদ হাসানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ডিসেম্বর মাসে আইডিইবি নির্বাচনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রব ভূঁইয়াকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। অন্যান্য প্রার্থীর নাম নির্বাচনী তফসিলের পর ঘোষণা করা হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ