ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় সাকার পরিবার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, নভেম্বর ২১, ২০১৫
এবার রাষ্ট্রপতির সাক্ষাৎ চায় সাকার পরিবার! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বঙ্গভবনের দিকে যাচ্ছেন যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) স্ত্রী ও ছেলেরা।

আগে থেকে কোনো ধরনের আবেদন জমা না দিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট না পেয়েই সেখানে যাচ্ছেন তারা।



শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ধানমণ্ডি ১০/এ এর ২৮ নম্বর বাসা ‘কিউসি’ থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেন সাকার পরিবারের সদস্যরা।

সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, বড় ছেলে হুম্মাম কাদের চৌধুরী, ছোট ছেলে ফাইয়াজ কাদের চৌধুরী ও তাদের স্ত্রীসহ কয়েকজন স্বজন রয়েছেন তাদের বহনকারী তিনটি গাড়িতে।

সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা নজরুল ইসলাম বাবু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

‘কিউসি’তে অবস্থানরত সাংবাদিকদের তিনি বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও তার ছেলেরা বঙ্গভবনে যাচ্ছেন। ’

তবে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে তাদের কেউ কোনো ধরনের আবেদন করেননি।

এর আগে শনিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরী। এরপর তাদের আবেদন বঙ্গভবনে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
জেডএফ/এমএ

** দ্বিতীয়দিনের মতো প্রশিক্ষণ নিলেন সাত জল্লাদ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ