ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর প্রাণভিক্ষার আবেদন ফিরিয়ে দিয়ে শিগগিরি রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেবেন, এমন আশাবাদ ব্যক্ত করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর শাহবাগে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে গণজাগরণ মঞ্চের অবস্থান কর্মসূচি থেকে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে ৭১’র যুদ্ধাপরাধী, ধর্ষণ, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা বাস্তবায়নকারী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর ফাঁসির রায় অনতিবিলম্বে কার্যকর করার দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
ইমরান এইচ সরকার আরও বলেন, স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের বিচার হবে না, এটা হতে পারে না। এই রায় কর্যকর করা না হলে শহীদদের আত্মার সঙ্গে বেঈমানি করা হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন গণজাগরণ মঞ্চের কর্মী সঙ্গীতা ঈমাম, আরিফ নূর, আকাশ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এফবি/এটি