ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাজিতপুরে ডাকাতের দায়ের কোপে এসআই জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৮, নভেম্বর ২১, ২০১৫
বাজিতপুরে ডাকাতের দায়ের কোপে এসআই জখম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে ডাকাত তাড়া করতে গিয়ে ডাকাতের দায়ের কোপে জখম হয়েছেন বাজিতপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দত্ত।

শনিবার (২১ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।



পরে ঘটনাস্থল থেকে মিলু (৩২) ও রাসেল (৩০) নামে দুই ডাকাতকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, দুপুরে মজলিশপুর গ্রামের একটি কলাবাগানে একদল ডাকাত বৈঠক করছিলেন। সংবাদ পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ডাকাতদের ধাওয়া করেন।

একপর্যায়ে ডাকাতদের ধারালো অস্ত্রের কোপে এসআই অলক বাম হাতে জখম হন। এ সময় পুলিশ ৩ রাউন্ড গুলি ছুড়ে ডাকাত মিলু ও  রাসেলকে  আটক করে। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
 
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, অন্য ডাকাতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।