ঢাকা, রবিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ১৩৫ পুলিশ সদস্যের পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, নভেম্বর ২১, ২০১৫
সিলেটে ১৩৫ পুলিশ সদস্যের পদোন্নতি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ১৩৫ পুলিশ সদস্যকে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর নাইওরপুল সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সদর দফতরে আনুষ্ঠানিকভাবে তাদের পদোন্নতির ব্যাচ পরিয়ে দেওয়া হয়।



এসএমপি কমিশনার কামরুল আহসান ও অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রুকন উদ্দিন পদোন্নতি প্রাপ্তদের ব্যাচ পরিয়ে দেন।

এসএমপি সূত্র জানায়, পদোন্নতি প্রাপ্তদের মধ্যে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে ১৫ জন, কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে ১১৩ জন, কনস্টেবল হতে এটিএসআই পদে ৬ জন এবং এটিএসআই হতে টিএসআই পদে ১ জন পদোন্নতি পান।
 
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।