ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় কার্যকরকে ঘিরে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ অ্যাম্বুলেন্স। মানবতাবিরোধী অপরাধে আরও দু'টি ফাঁসির মতোই এবারও প্রস্তুত অ্যাম্বুলেন্স।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কারাগারের একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে, সে জন্য প্রস্তুত রাখা হয়েছে বিশেষ অ্যাম্বুলেন্স।
এখন শুধুই নিদের্শের অপেক্ষা বলে জানা গেছে। নির্দেশ পেলেই অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করবে। আরও জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আসবে অ্যাম্বুলেন্স। তবে অ্যাম্বুলেন্স আজ বা কাল যে কোনো দিন লাগতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এজেডএস/এনএ/এসজেএ/আইএ