ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীতে ২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সারা ঢাকায় বিজিবি নেমে গেছে।



বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, যে কোনো ধরনের নাশকতা এড়াতেই তারা মাঠে নেমেছেন।

এছাড়া বন্দরনগরী চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি নেমেছে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এনএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।