ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপত্তা জোরদারে রাজশাহীতে বিজিবি মোতায়েন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
নিরাপত্তা জোরদারে রাজশাহীতে বিজিবি মোতায়েন ফাইল ফটো

রাজশাহী: রাজশাহীতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে নাশকতা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে।



শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা।

নাশকতা রোধে র্যাব ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা রাজশাহীতে টহল দিচ্ছে।

রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার সন্ধ্যা থেকে রাজশাহীতে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে রাজশাহী মানগরীতে তিন প্লাটুন ও ৯ উপজেলায় চার প্লাটুন দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের টহল অব্যাহত থাকবে বলে জানান রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর)  সারা দেশে হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।

ওই সময়ও রাজশাহীতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এসএস/এমএ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।