ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরাণীগঞ্জের চার খুনের দায়ে চারজনের ফাঁসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
কেরাণীগঞ্জের চার খুনের দায়ে চারজনের ফাঁসি ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একই পরিবারের চারজনকে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ মামলার এক আসামি খালাস পেয়েছেন।



ঢাকা জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ রায় ঘোষণা করেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমপুর এলাকায় শামসুদ্দিন মিয়ার বাড়িতে সাজু, তার স্ত্রী রঞ্জু, ছেলে ইমরান ও মেয়ে সানজিদাকে হত্যা করা হয়। এ ঘটনায় সাজুর ভাই বছিরউদ্দিন একই এলাকার পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরকীয়ার জের ধরে চার খুনের ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করেন তিনি।

গত ১৬ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা কেরানীগঞ্জ থানার এসআই আসামি মনিরুজ্জমান সুমন ওরফে ডাকু সুমন, জাকারিয়া হোসেন, সিএনজি সুমন, নাজির উদ্দিন ও আফসানার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামিরা।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এমআই/এসএ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।