ঢাকা: বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাযজ্ঞ মামলায় রাষ্ট্রপক্ষের ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি গ্রহণকারী হাইকোর্ট বেঞ্চের তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন একই বেঞ্চ।
বিচারপতিরা হলেন- বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিশেষ বেঞ্চটির বিচারপতিরা এ আদেশ দেন। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনারকে সাতদিনের মধ্যে এ আদেশ প্রতিপালনের নির্দেশ দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সরওয়ার কাজল জানান, দেশের বর্তমান পরিস্থিতির আলোকে নিজেদের নিরাপত্তার স্বার্থে এ আদেশ দিয়েছেন বিচারপতিরা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
ইএস/এএসআর