ঢাকা: বিএসসি ডিগ্রি অর্জনে সুবিধার্থে দেশের সব বিভাগীয় শহরে একটি করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপনসহ ছয়দফা দাবিতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবেরর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দুপুরে প্রেসক্লাব থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি সার্ক ফোয়ারা হয়ে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) গিয়ে শেষ হয়। পরে শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও পেশ করা হয়।
ছয়দফা দাবির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ডেমোনেস্ট্রেটর সংকট নিরসন করা, ল্যাবে আধুনিকায়ন ও পর্যাপ্ত যন্ত্রপাতি সরবরাহ করা, আবাসন-পরিবহন-ক্লাস রুম সংকট নিরসন করা, পর্যাপ্ত বই সরবারাহ এবং ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে (ট্রেনিং) সন্মানজনক ভাতা প্রদান করা।
বর্তমানে দেশে ৪৯টি সরকারি এবং চার শতাধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে বলেও জানান শিক্ষার্থীরা।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএম/আরএইচএস/টিআই