ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাবনায় ২৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পাবনায় ২৮ নভেম্বর থেকে অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট ফাইল ফটো

পাবনা: ডাকাতি মামলায় গ্রেফতার করা তিতাস পরিবহনের চালক আব্দুল মতিনের মুক্তির দাবিতে ২৮ নভেম্বর (শনিবার) থেকে পাবনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পাবনা জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।



পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলা হয়, গাজীপুর জেলার কালিয়াকৈর থানা পুলিশ ২১ অক্টোবর রাত ২টার দিকে ডাকাতির মিথ্যা মামলায় আব্দুল মতিনকে গ্রেফতার করে। পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আব্দুল মতিনকে ছেড়ে দেওয়ার জন্য বার বার তাগিদ দেওয়া হলেও প্রশাসন তাকে মুক্তি দেয়নি। ২৫ নভেম্বর পাবনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপ, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় ২৮ নভেম্বর ভোর থেকে গোটা জেলায় অনির্দিষ্টকালের পরিহবন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অনেকের মধ্যে বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কালাম আহমেদ, ট্রাক মালিক গ্রুপের সভাপতি শামসুর রহমান মানিক, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুর রহমান, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।