রাজশাহী: রাজশাহী মহানগরীর পাঠানপাড়া এলাকায় লালন শাহ পার্কটিতে নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ শুরু করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
গত দু’দিন ধরে এ নির্মাণ কাজ চলছে।
রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বাংলানিউজকে জানান, পদ্মাপাড়ের উন্মুক্ত পার্কটি ইজারা নয়, যেকোনোভাবে রক্ষণাবেক্ষণই ছিল প্রধান উদ্দেশ্য। তাই নিরাপত্তা বেষ্টনী নির্মাণের কাজ শুরু করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যেই বেষ্টনী দেওয়ার কাজ শেষ হবে। এরপর অন্য কাজ শুরু হবে বলেও জানান তিনি।
পার্কের নিরাপত্তা এবং মঞ্চ ও স্থাপনার বিভিন্ন সরঞ্জাম যেনো চুরি না হয়ে যায় সেজন্য ৭৫০ মিটার এলাকাজুড়ে সবুজ বেষ্টনি গড়ে তোলা হচ্ছে। আর কোনোভাবেই পার্ক ইজারা দেওয়ার পরিকল্পনা নেই রাসিকের। সাধারণ মানুষের জন্য পার্কটির প্রবেশাধিকার উন্মুক্তই রাখা হচ্ছে।
আশরাফুল হক আরও জানান, বেষ্টনী নির্মাণের পর সেখানে নিরাপত্তাকর্মী নিয়োগ করা হবে। এছাড়া একটি কফিশপ ও ফার্স্টফুডের দোকান স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের। আর এ নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারেন, সেজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন রাসিকের এই কর্মকর্তা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে লালন শাহ পার্কে গিয়ে দেখা গেছে, পার্কটির পশ্চিম প্রান্ত থেকে বেষ্টনী দেওয়ার কাজ শুরু হয়েছে। দু’দিনে কাজ এগিয়েছে অনেক দূর। ওপরে কাঁটাতারের বেড়া ও নিচে সবুজ রঙের নেট দিয়ে বেষ্টনি গড়ে তোলা হচ্ছে লালন শাহ পার্কটিতে।
রাজশাহী হেরিটেজ সোসাইটির সভাপতি মাহবুব সিদ্দিকী বাংলানিউজকে বলেন, বেষ্টনী নির্মাণ করা পর্যন্ত ঠিক আছে। এতে অন্তত পার্কের মধ্যে উন্মুক্ত মঞ্চের পাশে গরু-ছাগল বা মেষ ঢুকতে পারবে না। কিন্তু এর পেছনে রাসিকের অন্য কোনো উদ্দেশ্য থাকলে তা প্রতিহত করা হবে।
স্থানীয়দের আন্দোলনের মুখে রাজশাহী মহানগরীর পদ্মানদীর কূল ঘেঁষে স্থাপন করা লালন শাহ পার্ক লিজ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে রাসিক। উন্মুক্ত স্থানটি রক্ষণাবেক্ষণের জন্য বেষ্টনী দেওয়া হলেও কোনো টিকিট লাগবে না। গত ০৮ নভেম্বর বিকেলে এ তথ্য নিশ্চিত করে রাসিক। বিষয়টি নিয়ে স্থানীয়দের বিভিন্ন আন্দোলন কর্মসূচি এবং বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আসছে বাংলানিউজ।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস/ওএইচ/এএসআর
** পদ্মাপাড়ে কাঁটাতারের বেড়া, ফুঁসছেন রাজশাহীবাসী
** লালন শাহ পার্ক লিজ দেওয়া হবে না
** জৌলুস হারাচ্ছে রাজশাহীর লালন শাহ পার্ক
** বিভ্রান্তি কাটাতে সমাবেশ চায় রাসিক