ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বরিশালে ডিজিটাল সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি

বরিশাল: বরিশালে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার পঞ্চমবার্ষিকী উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিটি করপোরেশন আয়োজিত কার্যলয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে নগর ভবনের সভাকক্ষে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সিটি করপোরেশন সচিব আবু সাঈদ, প্যানেল মেয়র কে এম শহিদুল্লাহ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা তথ্য প্রযুক্তির উন্নয়নে ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার গুরুত্বের কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।