সিলেট: যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বনের অভিযোগে পাকিস্তানের জাতীয় পতাকা ও স্থানীয় দৈনিক সিলেটের ডাকের কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করা হয়েছে সিলেটে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ‘স্বাধীনতা চেতনা মঞ্চ’ ব্যানারে জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে যুদ্ধাপরাধীদের নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য প্রত্যাহার না করলে পাকিস্তানের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান বক্তারা।
বক্তারা বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের গায়েবানা জানাজার সংবাদে মুজাহিদের নামের আগে ‘শহীদ’ বিশেষণ ব্যবহার করায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ হয়ে স্থানীয় সিলেটের ডাক পত্রিকার কয়েকটি কপিতে অগ্নিসংযোগ করেন।
মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান বলেন, পাকিস্তান প্রমাণ করেছে সাকা-মুজাহিদ পাকিস্তানের এজেন্ট ছিলো। তারা সীমা লঙ্ঘন করেছে।
পাকিস্তানকে নিজেদের বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে গিয়ে দেশেও অনেকে যুদ্ধাপরাধীদের ‘শহীদ’ আখ্যা দিচ্ছেন।
তাদের সাবধান হতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর জাসদের সভাপতি জাকির আহমদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সুজাত আলী রফিক, শফিউল আলম নাদেল, আব্দুর রহমান জামিল, সংস্কৃতি কর্মী আমিনুল ইসলাম লিটন, শামসুল বাসিত শেরো।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সামছুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, বর্তমান সভাপতি আব্দুল বাছিত রুম্মান, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮১৩, নভেম্বর ২৬, ২০১৫
এনইউ/আরআই