রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানায় থাকা তুলা ও মেশিনারিজসহ মালপত্র পুড়ে গেছে।
এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক মকবুল হোসেন দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে সাওঘাট এলাকার মকবুল হোসেনের মালিকনাধীন তুলা কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে আগুনের লেলিহান শিখা বেড়ে প্রায় ৩০ থেকে ৪০ ফুট উঁচুতে উঠে যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা বের হয়ে যাওয়ায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, খবর পেয়ে কাঞ্চন ও মাধবদী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় থাকা প্রায় সব তুলাসহ ৮টি মেশিন পুড়ে যায়।
এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানার মালিক মকবুল হোসেন দাবি করেছেন।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিডার এম এ মান্নান বাংলানিউজকে জানান, সময়মত আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে পাশের রাইসমিলেও আগুন ছড়িয়ে পড়ে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ