ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে ধুনট উপজেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নয়টি ওয়ার্ড নিয়ে ধুনট পৌরসভা গঠিত। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে মেয়র পদে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ও ধুনট পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
ধুনট পৌরসভায় মোট ভোটার ৯ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৯০৬ জন এবং নারী ভোটার ৫ হাজার ১০ জন।
মঙ্গলবার (২৪নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন দেশের মেয়াদোত্তীর্ণ ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ