ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাউথইস্ট ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
সাউথইস্ট ব্যাংকের ৪ কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: ভুয়া অ্যাকাউন্ট খুলে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাউথইস্ট ব্যাংকের চার কর্মকর্তাসহ নয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।



চার্জশিটভুক্ত আসামিরা হলেন- সাউথইস্ট ব্যাংকের সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার ইন অপারেশন মহুয়া আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রহিমুল ইসলাম মজুমদার, সিনিয়র অফিসার দিলরুবা ইয়াসমিন, কর্মকর্তা ইসরাত জাহান, প্রতারক চক্রের প্রধান ও ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডর কথিত ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফুল ইসলাম, একই প্রতিষ্ঠানের কথিত পরিচালক মো. কবিরুল ইসলাম, আনোয়ার সাদাত, অ্যাকাউন্ট ইন্ট্রোডিউসার মো. মিন্টু ও ক্রসওয়ার্ল্ড পাওয়ার লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ মো. ফিরোজ মোল্লা।

আসামিদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে চার্জশিট দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, পরস্পর যোগসাজশে সাউথইস্ট ব্যাংকের প্রগতি সরণি শাখায় ভুয়া অ্যাকাউন্ট খুলে ২ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৮৬৬ টাকা হাতিয়ে নেয় আসামিরা।

এ ঘটনায় গত বছর ২২ ডিসেম্বর রাজধানীর গুলশান থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তখন চার ব্যাংক কর্মকর্তাকে আসামি না করা হলেও চার্জশিটে তারা আসামি হয়েছেন। প্রায় একবছর মামলার তদন্ত করে আদালতে চার্জশিট দেয় দুদক।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এডিএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।