ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

হাউজ অব লর্ডসের স্পিকারের সাথে স্পিকারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, নভেম্বর ২৬, ২০১৫
হাউজ অব লর্ডসের স্পিকারের সাথে স্পিকারের সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যের হাউজ অব লর্ডস এর স্পিকার ব্যারোনেস ডি’সুজার সাথে লন্ডনে হাউজ অব লর্ডসের চেম্বার অফিসে সাক্ষাৎ করেছেন স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।

সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

তারা পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। এ সময়  তারা কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন ( সিপিএ) এর কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতবিনিময় করেন। তারা সিপিএকে অধিক শক্তিশালীকরণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্পিকার বলেন, সিপিএ এর কর্মকাণ্ডকে আরও গতিশীল ও দৃশ্যমান  করে সিপিএ এর উদ্দেশ্যকে বাস্তবে রূপদান করতে কমনওয়েলথভুক্ত দেশগুলোকে একযোগে কাজ করতে হবে।

ব্যারোনেস ডি’সুজা বলেন, কমনওয়েলথভুক্ত দেশসমূহের উন্নয়ন প্রক্রিয়াকে এগিয়ে নিতে কমনওয়েলথভুক্ত দেশসমূহের জনপ্রতিনিধিদের আরো কার্যকরী ভূমিকা পালন করতে হবে।

এ সময় তারা যুক্তরাজ্য ও বাংলাদেশের জনগণের সম্পর্ক আরো বৃদ্ধিতে উভয় পার্লামেন্টের সম্পর্ক আরো শক্তিশালীকরণ এবং সংসদীয় প্রতিনিধিদের মাঝে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।