ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পুঠিয়ায় বাস চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৭, নভেম্বর ২৬, ২০১৫
পুঠিয়ায় বাস চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

রাজশাহী: রাজশাহী পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় বাস চাপায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। তার নাম শফিকুল ইসলাম (৩৫)।

এদিকে, ঘাতক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে গেলে আহত হন কমপক্ষে ১০ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম পবা উপজেলার নওহাটা পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনাগামী সরর্দার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি পানি ভর্তি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম নিহত হন।

নিহত শফিকুল নওহাটা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুর রহিম। তিনি নোকিয়া ফোন সেট কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, তার মরদেহ বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

তিনি বলেন, অন্যদিকে আহতরা সবাই বাস যাত্রী। তাদের ছোটখাট আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।