ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কৃষিখাতে কর্মী নিতে অস্ট্রেলিয়ার আগ্রহ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
কৃষিখাতে কর্মী নিতে অস্ট্রেলিয়ার আগ্রহ

ঢাকা: বাংলাদেশ থেকে কৃষিখাতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ক্যানবেরা সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সাক্ষাৎকালে অস্ট্রেলীয় মন্ত্রী পিটার ডুটন এ আগ্রহ দেখান।



প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়াজ মোরশেদ নিরুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ছয় দিনের সরকারি সফরে শ্রমবাজার সম্প্রসারণের লক্ষ্যে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন নুরুল ইসলাম বিএসসি। সফরকালে তিনি বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বর্হিগমন ও সীমান্ত রক্ষা মন্ত্রী পিটার ডুটনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে দক্ষ কর্মী নেওয়ার বিষয়ে অনুরোধ জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

এ সময় অস্ট্রেলীয় মন্ত্রী বলেন, বাংলাদেশের কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে কৃষিখাতে কর্মী নিতে পারে।

প্রবাসী কল্যাণ মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বাংলাদেশ দক্ষ কর্মী তৈরিতে আগের তুলনায় আরও বেশি সক্ষম।

বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণের আশ্বাস দেন অস্ট্রেলীয় মন্ত্রী।

সফর শেষে আগামী ৩০ নভেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা  রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
পিআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।