আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): সীমান্ত সম্মেলন শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরে গেল ভারতীয় প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তারা বাংলাদেশ ছেড়ে যায়।
চট্টগ্রাম সার্কিট হাউজে সীমান্ত সম্মেলন শেষে সন্ধ্যা ৬টায় প্রতিনিধি দলটি আখাউড়া স্থলবন্দরে আসে। এ সময় ১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার সফিকুল ইসলাম ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবীব প্রতিনিধি দলটিকে বিদায় অভ্যর্থনা জানায়।
পরে ইমিগ্রেশন ও বন্দরের কার্যক্রম শেষে সন্ধ্যা ৭টার দিকে প্রতিনিধি দলটি আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যায়।
চট্টগ্রাম সার্কিট হাউজে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের মিজোরাম রাজ্যের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল ২৪ নভেম্বর (মঙ্গলবার) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএ