শেরপুর: শেরপুর পৌরসভার মেয়র পদে ভোট পুনঃগণনার আদেশের বিরুদ্ধে নির্বাচনী আপিলেট ট্রাইব্যুনালে করা পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের আপিল খারিজ হয়ে গেছে।
এতে নিম্ন আদালতের দেওয়া ২০টি কেন্দ্রের ভোট পুনঃগণনার আদেশই বহাল থাকলো।
বৃহস্পতিবার (২৬ নবেম্বর) নির্বাচনী আপিলেট ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মো. মোজাম্মেল হক বাদীর আবেদন নামঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, ২০১১ সালের ১৭ জানুয়ারি শেরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে হুমায়ুন কবীর রুমানকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তিনি পান ২২ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক আশীষ পান ২১ হাজার ৮৬৫ ভোট।
পরে আশীষ ওই বছরের ২৪ ফেব্রুয়ারি নির্বাচনী ট্রাইব্যুনাল আদালতে ২০টি কেন্দ্রের ভোট পুনঃগণনার আবেদন করে তাকে বিজয়ী ঘোষণার দাবি জানান।
২০১২ সালের ২৫ জানুয়ারি নির্বাচনী ট্র্যাইব্যুনাল আদালতের বিচারক মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির স্বার্থে ২০টি কেন্দ্রের ভোট পুনঃগণনার আদেশ দেন।
এদিকে, রায় ঘোষণার তারিখে ভোট পুনঃগণনার আদেশ হওয়ায় সেই আদেশের কার্যকরিতা স্থগিতের জন্য মেয়র রুমানের পক্ষে একই আদালতে আপিল করা হয়। বৃহস্পতিবার আপিল খারিজ করে দেন আদালত।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এসআর