ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বারিধারায় হোস্টেল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, নভেম্বর ২৬, ২০১৫
বারিধারায় হোস্টেল থেকে ছাত্রীর মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বারিধারার নদ্দা এলাকার একটি বেসরকারি কলেজের হোস্টেল থেকে ছামিয়া-তুজ-সাদেকা ইমা (১৭) নামে এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ইমা ওই কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

তবে তাৎক্ষণিক মৃতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে হোস্টেলের কক্ষ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি সিরাজ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এজেডএস/আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।