ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
গাজীপুরে যানজটে যাত্রীদের চরম ভোগান্তি

গাজীপুর: জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন শত শত যানবাহনের হাজার হাজার যাত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় তিতাস গ্যাসের লাইন মেরামত করতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাঝে গর্ত করা হয়।

এ কারণে সন্ধ্যা থেকে ওই মহাসড়কের এক লেন দিয়ে যানবাহন চলছে। ফলে কোনাবাড়ী, কড্ডা, নাওজোর, মৌচাক ও সফিপুর এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কালিয়াকৈর পরিবহনের একটি বাসের যাত্রী মো. আতাউর রহমান বাংলানিউজকে বলেন, জয়দেবপুর থেকে চন্দ্রা যাওয়ার উদ্দেশে বাসে উঠেছি সন্ধ্যা সাড়ে ৬ টায়। রাত সাড়ে ৯ টা পর্যন্ত কোনাবাড়ী পৌঁছানো যায়নি। গাড়ি চলছে খুব ধীর গতিতে। জানি না বাকি পথ যেতে কতো সময় লাগবে।

এ ব্যাপারে সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, তিতাস গ্যাসের পাইপ লাইন মেরামত করতে কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গর্ত করা হয়েছে। এ কারণে দুই লেনের মহাসড়কের এক লেন দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।