ঢাকা: ভিন্ন ভিন্ন জাতি, ধর্ম, সংস্কৃতি ও আদর্শের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসনে ইসলামিক এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) সদস্য দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক কার্যক্রমের প্রশংসা করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
একই সঙ্গে নতুন প্রজন্মকে মানবিক গুণসম্পন্ন দায়িত্বশীল বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করার জন্য ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আজারবাইজানের রাজধানী বাকুতে আইসেসকো’র সাধারণ সম্মেলনের ১২তম অধিবেশনে ভাষণ দেন শিক্ষামন্ত্রী।
বিকেলে মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দু’দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ। আরও বক্তব্য রাখেন- আইসেসকো’র মহাপরিচালক ড. আব্দুল আজিজ ওসমান আল্টওইজরি।
শিক্ষামন্ত্রী সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলে রয়েছেন- শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ ও বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের সচিব মঞ্জুর হোসেন।
আইসেসকো সম্মেলনে সদস্যদেশগুলোর মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
২৬ ও ২৭ নভেম্বরের এ সম্মেলনে যোগ দিতে ২৫ নভেম্বর ঢাকা ছাড়েন শিক্ষামন্ত্রী। ২৯ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
আর বাকুতে ২৩ নভেম্বর থেকে শুরু দু’দিনব্যাপী আইসেসকো নির্বাহী কাউন্সিলের ৩৬তম অধিবেশনে যোগ দিয়েছেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। আইসেসকো কাউন্সিল অধিবেশনে যোগদান শেষে তিনি ২৬ নভেম্বর দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ০১২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমআইএইচ/আরএম