ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ৩শ’ পিস ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩২, নভেম্বর ২৭, ২০১৫
সিলেটে ৩শ’ পিস ইয়াবাসহ আটক ২ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে ৩শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- সাবেক সেনা সদস্য নূর মোহাম্মদ ও জসিম উদ্দিন।



বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের পীরের বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই ফয়াজ উদ্দিন ফয়েজ বাংলানিউজকে জানান, আটককৃতদের মধ্যে নূর মোহাম্মদ সাবেক সেনা সদস্য। জসিম উদ্দিন বিভিন্ন সময় কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রির জন্য সিলেটে নূর মোহাম্মদের কাছে পাঠাতেন।   বুধবার (২৫ নভেম্বর) রাতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে চট্টগ্রাম থেকে উদয়ন ট্রেনে সিলেট আসেন জসিম। এরপর তা নূর মোহাম্মদের কাছে হস্তান্তরকালে তাদের দু’জনকে আটক করা হয়।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন পুলিশকে জানিয়েছে, কক্সবাজার থেকে বেলাল নামের এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেটের চালানটি তার মাধ্যমে পাঠিয়েছে। পথে সে বিভিন্ন স্থানে ৭শ’ পিস ইয়াবা বিক্রি করেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০২২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।