চুয়াডাঙ্গা: জেলার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মোমিনুল ইসলাম ওরফে মমিনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জেলার জীবননগর উপজেলার শিংনগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মমিন শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী বাংলানিউজকে জানান, ভারত থেকে অবৈধ পথে অস্ত্রের একটি চালান বাংলাদেশে আসছে- এমন খবরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শিংনগর গ্রামে ওত পেতে থাকে। এরপর রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের জনৈক মনিরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে মোমিনুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশি করে একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত মোমিনুল চুয়াডাঙ্গার শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ পথে অস্ত্রের চালান বাংলাদেশে এনে বিক্রি করতো। তাকে জেলা গোয়েন্দা দফতরে নিয়ে জিজ্ঞাসবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৪০২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
এনইউ/আরএম