ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তিপণ না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১২, নভেম্বর ২৭, ২০১৫
মুক্তিপণ না পেয়ে শিশুকে শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মুক্তিপণ চেয়ে না পেয়ে হাফসা আত্তার রুপা (৫) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে বাড়ির সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



শিশুটি উপজেলার গির্জা গ্রামের মালয়েশিয়া প্রবাসী হয়রত আলীর মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় রুপা। সন্ধ্যার বাড়ির পাশের একটি মোবাইল ফোন ও ‍রিচার্জের দোকানে ফোন করে অপহরণকারী পরিচয়ে রুপার মুক্তিপণ বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করেন এক ব্যক্তি।
পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মেয়েটিকে উদ্ধারে কাজ শুরু করে। রাত ২টার দিকে বাড়ির সামনে তার মৃতদেহ পাওয়া যায়।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সালাম বাংলানি‌উজকে ‍জানান, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।