বরিশাল: বরিশাল নগরীর হাসপাতাল রোডে আ. ওহাব (৪০) নামে এক ব্যক্তির বাম হাতের কব্জি কেটে দিয়েছে ছিনতাইকারীরা।
এ সময় ওহাবসহ দুইজনকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে হাসপাতাল রোডের কারিগর বিড়ি ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ঝালকাঠি সদরের আশিয়ার এলাকার আ. হাকিমের ছেলে আ. ওহাব ও বরিশাল নগরীর কাশিপুর ফিশারি রোড এলাকার বাসিন্দা নায়েক শেখের ছেলে মো. সুজন (৩৫)।
আহত ওহাবের চাচাতো ভাই ডা. মাহমুদ জানান, ওহাব ঢাকা থেকে লঞ্চযোগে সকালে বরিশালে আসেন। পরে একটি অটোরিকশায় করে বরিশাল লঞ্চঘাট থেকে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিলেন তিনি। পথে হাসপাতাল রোডে কয়েক ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। এ সময় তারা ব্যাগ ছিনিয়ে নিতে গেলে যাত্রীরা তাদের বাধা দেন। এতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওহাব ও সুজনকে জখম করা হয়। একপর্যায়ে ওহাবের হাতের কব্জি কেটে ফেলা হয়। পরে আশপাশের লোকজন আসার আগেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বাংলানিউজকে জানান,
ধারণা করা হচ্ছে এ ঘটনায় অটোচালকের সম্পৃক্ততা রয়েছে।
তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে ব্যাগ ও হাতের কব্জি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর