ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিরাজগঞ্জে ৭৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১১, নভেম্বর ২৭, ২০১৫
সিরাজগঞ্জে ৭৪৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ৭৪৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ মাসুদ আলী (৩৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।

মাসুদ আলী রাজশাহীর রাজপাড়া থানার নবগঙ্গা গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গোলচত্বর এলাকায় চেকপোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ওই প্রাইভেটকারে তল্লাশি করে ৭৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে গাড়িটি জব্দ করে চালক মাসুদ আলীকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।