ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে পোস্টার ও বিলবোর্ড উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
হাজীগঞ্জে পোস্টার ও বিলবোর্ড উচ্ছেদ

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের লাগনো পোস্টার, ব্যানার ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে লাগানো পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।



এ সময় পৌরসভার আলীগঞ্জ থেকে ১নং ওয়ার্ড বলাখাল পর্যন্ত সাটানো সব পোস্টার ও বিলবোর্ড উচ্ছেদ করা হয়।

কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, তফসিল ঘোষণার আগে প্রার্থীদের বিলবোর্ড ও পোস্টার তুলে ফেলা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার নিশাত জাহান পারভীন, হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) নুরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।