ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দাবি জানাতে এসে নিজেরাই ধস্তাধস্তিতে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৭, নভেম্বর ২৭, ২০১৫
দাবি জানাতে এসে নিজেরাই ধস্তাধস্তিতে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবি জানাতে এসে নিজেরাই ধস্তাধস্তিতে জড়িয়েছেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশনের (কেন্দ্রীয় কমিটি) নেতাকর্মীরা।
কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা নিজেদের চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে আসছিলেন বেশ কিছুদিন থেকে।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

এর সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ আখতারুজ্জামান রাজীব বাংলানিউজকে জানান, সকাল থেকে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি কামাল হোসাইন সরকার তার কমিটির নেতা ও সদস্যদের নিয়ে আলোচনা করছিলেন। দুপুরে সংবাদ সম্মেলনের কিছুক্ষণ আগে সভাপতি পদের অপর দাবিদার দোহার থানার শহীদুল ইসলাম সম্মেলনস্থলে আসেন।

এসময় দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে শহীদুল ও বর্তমান কমিটির মহাসচিব আফাজ উদ্দিন লিটন ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
 
পরে উপস্থিত কয়েকজনের হস্তক্ষেপে ঘটনা নিয়ন্ত্রণে আসে, শহীদুলও ঘটনাস্থল ত্যাগ করেন।

আয়োজক সংগঠনের নেতাকর্মীরা নিজেরাই ঘটনার নিন্দা জানিয়ে আবার সম্মেলন শুরু করেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।

লিটন জানান, আগামী ৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা এসে অবস্থান কর্মসূচি পালন করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি বিএম আফজাল শরীফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসকেএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।