শিবগঞ্জের (বগুড়া) হরিপুর থেকে: বগুড়ার শিবগঞ্জ উপজেলার কচিক ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ড এলাকায় অবিস্থত শিয়া সম্প্রদায়ের ‘মসজিদ-ই-আল মোস্তাফা’য় দুর্বৃত্তদের গুলিতে মোয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে পুলিশের কাছ থেকে নিহতের মরদেহ স্বজনরা বুঝে নেন।
এদিকে, নিহতের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। নিহতের স্বজন ও প্রতিবেশীদের কান্নায় আকাশ-বাতাস যেন ভারী হয়ে ওঠে।
এ সময় নিহত মোয়াজ্জেম হোসেনকে দেখতে নিহতের বাড়িতে হরিপুর গ্রামসহ আশেপাশের গ্রাম থেকে আসা লোকজনের ঢল নামে।
স্বজনরা বাংলানিউজকে জানান, তার মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। বাদ আসর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ‘মসজিদ-ই-আল মোস্তফা’ জামে মসজিদ প্রাঙ্গণে নিহতের মরদেহ দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/আইএ