কক্সবাজার থেকে: দেশের ৪৫ শতাংশ প্লেনযাত্রী ইউএস-বাংলার সেবা নেন বলে জানিয়েছেন এয়ারলাইন্সটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল চারটায় কক্সবাজারে ইউএস-বাংলা কাস্টমার সাকসেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের অভ্যন্তরে মোট প্লেনযাত্রীর ৪৫ শতাংশই বর্তমানে ইউএস-বাংলা থেকে সেবা নেন। এতে আমরা অত্যন্ত আনন্দিত। সবার সাহায্য সহযোগিতায় আমরা এতোদূর আসতে পেরেছি।
২০১৬ সালকে প্রধানমন্ত্রী পর্যটন বছর ঘোষণা করেছেন জানিয়ে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে বেসরকারি এয়ারলাইন্সগুলোর ক্ষেত্রে সরকারের নীতিগত সহায়তা বাড়ানো উচিত বলে মত দেন ইউএস-বাংলার এমডি।
ইউএস-বাংলা গ্রুপের মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অন্য প্রতিষ্ঠানে ট্রাভেল এজেন্সির সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়, আগামীতে সাতটি দেশে ইউএস-বাংলার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটির সব পাইলট বাংলাদেশি। শুধু তাই নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও দেশীয় তরুণদেরই প্রাধান্য দিয়েছে তারা।
ইউএস-বাংলার কাস্টমার সাকসেস সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ ট্রাভেল এজেন্সির প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এজেড/ইউএম/এএ
** শাহানশার গুহায় পরীর স্মৃতি