সাভার (ঢাকা): বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন পরিষদের ঢাকা জেলা শাখার নেতারা।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে সাভারের নামা বাজার রোডে তারা এ বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে পরিষদের ঢাকা জেলার সাধারণ সম্পাদক প্রদীপ দাস বলেন, সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ভূমিকা পালনের কারণে ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতিকারীরা অলক সেনকে হত্যার উদ্দেশ্যে তার উপর আক্রমণ চালিয়েছে। আমরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় নেতারা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান।
পরে রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রমে এসে সমাবেশের শেষ হয়।
এসময় পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ দাস, রামকৃষ্ণ পঞ্চবটি আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষ্ণ দাস রতন সাহাসহ কয়েকশো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ওএইচ/এসএস